গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৭ (ক) অনুযাযী সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০ প্রণীত হয় । উক্ত আইন প্রয়োগার্থে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গত ২১/০৮/১৯৯০ তারিখে অনুমোদিত সার-সংক্ষেপ এবং সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং-সম/সওব্য/টিম-৩(২)/৬১/৯০-৪২, ১৭/০৯/১৯৯0 তারিখ মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কোষটি সৃষ্টি করা হয়। এ কোষ/ইউনিটে ০১ জন মহাপরিচালক (যুগ্মসচিব), ০৩ জন পরিচালক (উপসচিব) এবং ০৭ জন উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) পদ মর্যাদার প্রশাসন ক্যাডারের ১১টি পদসহ মোট ৫৫টি পদ রয়েছে।
১৯৯০ সালে তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কোষটি সৃষ্টি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর হিসেবে নয়। সুতরাং মন্ত্রণালয়ের পরিকল্পনা কোষের মত এ কোষটিও মন্ত্রণালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। পরিকল্পনা কোষের লোকবল নিয়োগ/বদলি ইত্যাদি যে ভাবে মন্ত্রণালয় হতে সম্পাদিত হয়ে থাকে, অনুরুপভাবে এ ইউনিটের লোকবল নিয়োগ/বদলি এবং সকল আর্থিক সুবিধাদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে হয়ে থাকে। যা শিক্ষা মন্ত্রণালয়ের ২৮/০৪/১৯৯১ তারিখের স্মারক নং-শাঃ ৭/৩পি-২৭/৯০/১৫৮-শিক্ষা, পত্রে স্পষ্টীকরণ করা হয়েছে ।